ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
‘বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর হবে’ জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী সাজাপ্রাপ্ত খুনিরা বিদেশে পলাতক রয়েছেন। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির আদেশ কার্যকর করা হবে। 

বুধবার (১৫ আগস্ট) বিকেলে রাজশাহীর  চারঘাট উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে  প্রশাসনের উদ্যোগে আয়োজিত  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন তিনি।  

উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে  শোক পদযাত্রা চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সাজাপ্রাপ্ত খুনিরা বিদেশে পালিয়ে থেকে দেশের উন্নয়ন নস্যাৎ করতে বিভিন্ন যড়ষন্ত্রে লিপ্ত রয়েছে। খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।  


দেশের সকল উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে  শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার  আহ্বান জানান তিনি।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলী, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মুক্তিয়োদ্ধা কমান্ডার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর সাদেক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মহা ব্যবস্থাপক প্রকৌশলী আলমগীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, সরদহ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম, যুবলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।  

অনুষ্ঠান শেষে চিত্রাংকন, রচনা ও বক্তৃতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ