ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক হতে বললেন সাহারা খাতুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, অক্টোবর ৬, ২০১৮
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক হতে বললেন সাহারা খাতুন

ঢাকা: সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অাওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

শনিবার (৬ অক্টোবর) দুপুর সোয়া ২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ মঞ্চের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধে অর্জিত গৌরবের বাংলাদেশ-গভীর রক্তক্ষরণ, শঙ্কা, সতর্কতা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাহারা খাতুন বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

বিএনপি-জামায়াত অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে অাগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অাবারও বিজয়ী হয়ে ক্ষমতায় অাসবে।  

সংগঠনের যুগ্ম-মহাসচিব অাবুল কালাম আজাদ পাটওয়ারীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান মো. অামীর অালী, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সভাপতি এম এম সিদ্দিক, অাওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, ফজলুল হক, ফারজানা অাক্তার সুবর্ণা ও বিপ্লব হাসান পলাশ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ