ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ১২, ২০১৮
বিএনপি-জামায়াতের রাজনীতি করার কোনো সুযোগ নেই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, যারা ক্ষমতায় থেকে ২১ আগস্টের মত ন্যক্কারজনক অপরাধ করতে পারে সেই বিএনপি-জামায়াতের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিশা অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি আকতার-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও সমিতির মহাসচিব রবিউল ইসলাম।

পরে ১৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেন অতিথিবৃন্দ। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ