ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ঐক্যফ্রন্টের সাত দফাকে ‘সংবিধান পরিপন্থি’ বললেন তোফায়েল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
ঐক্যফ্রন্টের সাত দফাকে ‘সংবিধান পরিপন্থি’ বললেন তোফায়েল

সিলেট: সরকারের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সাত দফাকে ‘সংবিধান পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই দফাগুলোর কোনোটিই মানা সম্ভব না।

শুক্রবার (২৬ অক্টোবর) সিলেট শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তোফায়েল। অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মুহিত বলেন, কিছু দিনের মধ্যে আমাদের আরেকটি নির্বাচন সামনে আছে। আমরা স্বাভাবিকভাবেই বলবো, আমাদের কার্যক্রম বিবেচনা করেই জনগণ নির্ধারণ করবেন- কাকে আবার ক্ষমতায় বসাবেন।

তিনি বলেন, নেতৃত্বের কৌশল হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন নিজেকে জনকল্যাণে নিবেদিত করা, যেটা করে তিনি বিশ্বদরবারেও নন্দিত হয়েছেন।
    
দেশে এখনো এক পঞ্চমাংশ লোক গরিব রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এই গরিব লোকগুলোকে গরিবানা অবস্থা থেকে ওঠাতে পারলে তৃপ্তি পাবো, সাফল্য অর্জন করেছি বলতে পারবো।

তিনি বলেন, আগামী কয়েক বছরের পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন। দরিদ্রদের সুখি-সমৃদ্ধ জীবন যাপনের ব্যবস্থা করা। আশা করছি আগামী ১০ বছরের মধ্যে আমরা এদেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো।

মেলার উদ্বোধক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই পদ্মাসেতু করছি। মেট্রোরেল হচ্ছে। এসব মেগা প্রকল্প ছাড়াও দেশের সবক’টি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। এটার ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটকে আবারও বিজয়ী করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা যারা প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) নেতৃত্বে (নির্বাচনকালের) ক্যাবিনেটে যাচ্ছি। আমরা রুটিন ওয়ার্ক করবো। এখানে যারা সাত দফা দিয়েছেন। কোনোটাই সম্মত নয়, সবগুলোই সংবিধান পরিপন্থি। এ ধরনের দাবি গ্রহণ করা হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুসারে বর্তমান সরকারের অধীনেই।

তিনি বলেন, প্রতিবেশীদেশ ভারতে ক্ষমতাসীন দল ক্ষমতায় থাকে, পার্লামেন্ট বজায় থাকে। নির্বাচনের পর আরেকটা পার্লামেন্ট হওয়ার পর কেবল পার্লামেন্ট বিলুপ্ত হয়। সুতরাং তাদের দাবিগুলো অযৌক্তিক, এতো দফা মানা সম্ভব নয়।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, (গণফোরাম সভাপতি) ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট (ঐক্যফ্রন্ট) হয়েছে। তিনি আদর্শের কথা বলেন। অথচ তিনি বলেন, ‘তারেক জিয়ার সঙ্গে ঐক্য করিনি, জামায়াতের সঙ্গে ঐক্য করিনি’। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করলেন তিনি? তাছাড়া জামায়াতও  ২০ দলীয় জোটে আছে। প্রথমে তিনি (ড. কামাল) অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত হবে না। আগামী নির্বাচন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাবে।
 
‘রাজনীতির মাঠের এই অবস্থায় তফসিল ঘোষণা করা হলে ঐক্যফ্রন্ট আন্দোলনে যাবে’ বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে তোফায়েল বলেন, গত ১০ বছর ধরে তারা আন্দোলন, আন্দোলন করে গেছে। কিন্তু একদিনের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি। দাঁড়াতে পেরেছিল ২০১৩-১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য, তারা ব্যর্থ হয়েছে। আজকের তারা স্বীকার করে এটা তাদের ভুল ছিল। সুতরাং আবার এই কাজ করলে ক্ষতিটা তাদেরই হবে। কারণ দেশে বিশৃঙ্খলা-অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে।

নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি নিজেই বলেছেন, সংবিধানে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। হয়তোবা এই সরকারই ক্ষমতায় থাকবে।

সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মুশফিক জায়গীরদার।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে মণিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ