ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জাতীয় ঐক্য কোন নির্বাচনী নয়, ষড়যন্ত্রের ঐক্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, অক্টোবর ২৮, ২০১৮
জাতীয় ঐক্য কোন নির্বাচনী নয়, ষড়যন্ত্রের ঐক্য

ঢাকা (সাভার): ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য কোনো নির্বাচনী ঐক্য নয়, এটা ষড়যন্ত্রের ঐক্য বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর, শলমাসী, কলাতিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, দেশের মানুষ এখন উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে।

তারা সুষ্ঠু পরিবেশে একটি উৎসব মুখর নির্বাচন দেখতে চায়। কিন্তু বিএনপি ঐক্যফ্রন্টের নাম দিয়ে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা শক্ত হাতে এ ষড়যন্ত্রের মোকাবেলা করবে।

এছাড়াও খাদ্যমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে আগামীতেও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হানিসাকে ক্ষমতায় বসানোর আহ্বান জানান।  

ভাকুর্তা ইউনিয়নের চেয়ার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ