ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যত নেই’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
‘জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যত নেই’  বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ভবিষ্যত নেই। তাদের সাত দফা দাবিও অযৌক্তিক ও অসাংবিধানিক। তাই এ দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। 

তিনি বলেন, সংবিধান অনুসারে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সংসদ ভেঙে দেওয়া কিংবা প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না।

বরং জাতীয় ঐক্যফ্রন্ট এসব দাবি তুলে নির্বাচনে আসার পথ নিজেরা রুদ্ধ করছে। তারা নির্বাচন ও নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করতে চাইছেন।  

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন পূর্ব উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।  

তালা উপজেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক প্রভাষক সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, কেন্দ্রিয় কমিটির সদস্য দীপংকর সাহা দীপু, জেলা সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক সাবীর হোসেন, উপাধ্যক্ষ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ