সোমবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী সেক্টর সদর দফতরে বিজিবি’র শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়র স্কুলের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
মেয়র লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিয়েছেন। বছরের শুরুতেই প্রায় ৩৬ কোটি নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আগামীতে আমাদের সন্তানেরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দেবে।
লিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীতে আরও শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন। এখানে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। ১/২ বছরের মধ্যেই গালর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে।
বিজিবি রাজশাহী সেক্টর সদর দফতরে উপ-পরিচালক কর্নেল মুশফিকুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বর্ডার গার্ড ব্যাটালিয়ন-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন-রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেহেনা আকতার, ১৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সুমনসহ বিজিবির কর্মকতা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এসএস/ওএইচ/