বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংলাপের আমন্ত্রণ জানিয়ে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় ঐক্যফ্রন্ট।
এতে সাড়া দেন প্রধানমন্ত্রী। ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওবায়দুল কাদের জানান, ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের দেওয়া সংলাপ প্রস্তাবে সম্মত হয়েছে আওয়ামী লীগ।
এরপর মঙ্গলবার সকালে ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিক চিঠি দেয় আওয়ামী লীগ। চিঠিতে ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গণভবনে ঐক্যফ্রন্টকে সংলাপের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
এই সংলাপে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কারা কারা যাবেন, সে বিষয়টিই চূড়ান্ত করতে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানাচ্ছে সূত্র।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টিএম/এএটি/এইচএ/