ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সরকার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, নভেম্বর ৩, ২০১৮
সরকার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় বক্তব্য রাখেছেন রাশেদ খান মেনন। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সব দলের অংশ গ্রহণে সরকার একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে আগ্রহ দেখিয়ে বিভিন্ন জনকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন।

শনিবার (০৩ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও-৩ রানীশংকৈল পীরগঞ্জ ওয়ার্কাস পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির কমরেড মাহমুদুল হাসান মানিক, পীরগঞ্জ ওয়ার্কাস পার্টির সাধারণ সস্পাদক কমরেড ফইজুল ইসলাম, রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম, কমরেড তৈামুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ