ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

দাবি আগেই মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী, নতুন কিছু নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, নভেম্বর ৭, ২০১৮
দাবি আগেই মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী, নতুন কিছু নেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফাইল ফটো

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের দাবি প্রধানমন্ত্রী অাগেই মেনে নিয়েছেন, সুতরাং নতুন করে অার কিছু নেই। 

বুধবার (৭ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দলের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের দ্বিতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টা থেকে শুরু হয় এ সংলাপ।

  

দ্বিতীয় দফা সংলাপে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের আদলে ১০ উপদেষ্টা নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে গত ১ নভেম্বর রাতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। পরবর্তীতে ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার আবারও বৈঠকে বসেছে দলটি।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮  
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ