শনিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কাদের এ কথা বলেন।
বিএনপি প্রশাসনের বিরুদ্ধে নানা কথা বলছে।
নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমে যেহেতু আমাদের এখনো এক্সপার্টিসের অভাব আছে, জনগণের এ ব্যাপারে অভিজ্ঞতার অভাব আছে, সরকার চাইছে এবারের নির্বাচনে সীমিত পরিসরে সেটি ব্যবহার করা হোক। নির্বাচন কমিশনও সেটি সীমিত আকারে ব্যবহার করতে চায়। কিন্তু বিএনপি ইভিএমকে কেন্দ্র করে যে অপপ্রচার করেছিল, বাস্তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সঙ্গে তার কোনো মিল নেই।
ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন নিশ্চিতের খবর পেয়ে আওয়ামী লীগের বিভিন্ন মনোনয়নপ্রত্যাশীর মিষ্টি বিতরণের বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেন, উদ্দীপনাটা যদি না থাকতো তাহলে কি মিষ্টি খাওয়া হতো? মিষ্টি খাচ্ছে খাক না? হয়তো ভেবেছেন পেতে পারেন, এখনোতো আমরা ঘোষণা করিনি। কাল থেকে সবাই জানবেন।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জোটের উইনেবল ও ইলেক্টেবল মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসকে/এইচএ/