ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বাবার সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
বাবার সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন শেখ তন্ময় শেখ হেলাল উদ্দিনের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন ছেলে শেখ তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন ও ছেলে শেখ তন্ময়সহ আওয়ামী লীগের মনোনীত চারজন প্রার্থী বাগেরহাটের চারটি আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে শেখ হেলালের ছেলে শেখ তন্ময়, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র জমা দেন।


আওয়ামী লীগ মনোনীত চারজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে নোনয়নপত্র জমা দিচ্ছেন।  ছবি: বাংলানিউজ
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, ‘এখন পর্যন্ত আমার কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) শেষ দিনে আরও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন। ’

বাংলাদেশ  সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭ ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ