ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

জোট ও দলীয় প্রার্থীদের চিঠি দিচ্ছে আ’লীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, ডিসেম্বর ৭, ২০১৮
জোট ও দলীয় প্রার্থীদের চিঠি দিচ্ছে আ’লীগ শরিক দলের প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ। ছবি: বাংলানিউজ

ঢাকা: অাসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিকদের অাসন নিশ্চিত করে চিঠি দিতে শুরু করছে অাওয়ামী লীগ। শরিকদের মধ্যে যারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন তাদের চিঠি দেওয়া হচ্ছে। পাশাপাশি চিঠি পাচ্ছেন আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীরাও। 

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অাওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব চিঠি সংগ্রহ করছেন প্রার্থীরা।

আওয়ামী লীগের মনোনয়নের চূড়ান্ত চিঠি পেয়েছেন- সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১), মুহাম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), মহিউদ্দিন খান আলমগীর (চাঁদপুর-১), একেএম শাহজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), বিএম কবিরুল হক (নড়াইল-১), আ স ম ফিরোজ (পটুয়াখালী-৩) এবং তানভীর হাসান ওরফে ছোট মনির (টাঙ্গাইল-২)।

এসব আসনে দুইজন করে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ।  

মহাজোটের শরিকদের মধ্যে নৌকা প্রতীকে নির্বাচন করার চিঠি পেয়েছেন- জাসদের শিরীন অাখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪), হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২), বিকল্পধারা বাংলাদেশের এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪)।

সংশ্লিষ্ট সূত্র বলছে, যে ১৭টি অাসনে দুইজন করে প্রার্থী ছিলেন তাদের একক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে। অাওয়ামী লীগ সম্পাদকের হাত থেকে এসব চিঠি নিচ্ছেন শরিক দলের প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসকে/এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ