শনিবার (৮ ডিসেম্বর) চাঁদপুর মুক্ত দিবস ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা উপলক্ষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দীপু মনি বলেন, মুক্তিযোদ্ধারা নিজের চিন্তা-চেতনায় দিয়ে জীবন বাঁজিরেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
মেলা উদ্বোধনের প্রাক্কালে মুক্তি স্মৃতিসৌধ ‘অঙ্গীকার’র পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং মেলা গেইটে পুষ্পমাল্য কেটে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করেন দীপু মনি।
বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালর সভাপতিত্বে এবং মেলার স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মেলার মহাসচিব হারুন আল-রশিদ প্রমুখ।
১ ডিসেম্বর শুরু হওয়া এ বিজয় মেলা শেষ হবে আগামী ১৬ ডিসেম্বর। এবারের বিজয় মেলায় নাগরদোলা, পুতুল নাচ এবং একটি বিরাট মঞ্চসহ ১৩১টি স্টল স্থান পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জিপি