ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘আবারও ক্ষমতায় গেলে পাকশীতে বেকার যুবক থাকবে না’

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
‘আবারও ক্ষমতায় গেলে পাকশীতে বেকার যুবক থাকবে না’ দলীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু

ঈশ্বরদী (পাবনা): পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু বলেছেন, বিএনপি-জামায়াত শাসনামলে লোকসানের অজুহাত দেখি পেপার মিল বন্ধ করে দিয়েছে। হাজারও পরিবারকে বেকার করে দিয়েছে। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় গেলে পাকশীর মাটিতে কোনো বেকার যুবক থাকবে না।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দলীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শামসুর রহমান বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঈশ্বরদীতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) চালু করেছিলো।

কিন্তু সরকার বদল হওয়ার পর সেই ইপিজেড বন্ধ করে দেওয়া হয়। পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ওপর দিয়ে মানুষ চলাচল করতো, এটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনা সরকার পদ্মা নদীর ওপর লালন শাহ সেতু নির্মাণ করে দেয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এটি চালু হলে কর্মসংস্থান আরও বাড়বে। ’

তিনি বলেন, ‘যে রূপপুর আজ বিশ্ব দরবারে পরিচিত, সেখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি— এই পাকশী তথা ঈশ্বরদীতে একটি বেকার মানুষ থাকবে না। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষের জন্য মমতা ও বুক ভরা ভালোবাসা রয়েছে। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে পাকশীর সব স্তরের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও দেখিয়ে দেবেন তারা বঙ্গবন্ধুর কন্যাকে কতটা ভালোবাসেন। ’

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হবিবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, পাকশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ