ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আমরা চাই বাগেরহাটকে আলোকিত করতে: শেখ তন্ময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আমরা চাই বাগেরহাটকে আলোকিত করতে: শেখ তন্ময় বক্তব্য রাখছেন শেখ তন্ময়। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বলেন,  আমরা চাই বাগেরহাটকে আলোকিত করতে। কলঙ্কিত করতে নয়। 

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বঙ্গবন্ধুর মার্কা ছিল নৌকা।

জননেত্রী প্রধানমন্ত্রীর মার্কা নৌকা। আমার মার্কা নৌকা। বাগেরহাটকে আলোকিত করতে আমাকে নৌকা মার্কায় ভোট দেবেন। নির্বাচিত হলে আমি যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেব।

পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, জেলা তাঁতী লীগ সভাপতি আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফরিদা আক্তার বানু লুসি, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম প্রমুখ।
জনসভায় বাগেরহাট পৌরসভার ৬, ৭, ৮, ও ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ