ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি: মেনন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি: মেনন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেনন

ঢাকা: ‘গত ১০ বছরে ঢাকার প্রাণ কেন্দ্রের মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজানপুর এলাকায় কোন সন্ত্রাস-চাঁদাবাজকে প্রশ্রয় দেইনি। তেমনি মাদকের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, স্কুল-কলেজগুলোতে বহুতল ভবন করে দিয়েছি, শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি, এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।’ 

রোববার (২৩ ডিসেম্বর) পল্টনের পিডাব্লিউডি কলোনিতে নির্বাচনী মতবিনিময় সভায় ঢাকা-৮ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১০ বছর আগে এ এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্বের কারণে জনজীবন অতিষ্ঠ ছিলো।

কার মাধ্যমে এ সন্ত্রাস চাঁদাবাজি হতো তা সবাই জানেন। এখন এ এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন। আবার যদি এ আসনের কোনো সন্ত্রাসীকে বসাতে চান তাহলে আমার কথা নাই। তবে এলাকার জনগণ যদি আরও পাঁচটি বছর শান্তিতে ও উন্নয়নের পথে থাকতে চান তাহলে তারা আমাকে বেছে নিতে ভুল করবেন না। ’

মেনন আরও বলেন, ‘এলাকার জন্য এখনো অনেক কাজ করার বাকি আছে, যা আগামী পাঁচ বছরে সমাপ্ত করা সম্ভব। সুতরাং এলাকার শান্তি বজায় রাখতে ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাই এক এবং একমাত্র সমাধান। ’

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সুপারিনটেনডেন্ট ডা. এ কে এম নিজামুদ্দিনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরও বক্তব্য রাখেন- ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নির্বাচনী কেন্দ্র প্রধান রেজাউল করিম, সদস্য সচিব মঞ্জুরুল হক, পিডাব্লিউডি মসজিদের সভাপতি আনোয়ারুল ইসলাম খানসহ অন্যান্য স্থানীয় নেতারা।

সভা শেষে মেনন পল্টন ও পুলিশ লাইনের আবাসিক ও পলওয়েল সুপার মার্কেটের সামনের রাস্তাসহ এলাকায় মিছিল যোগে জনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
টিআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ