ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

দিনাজপুরে নৌ-প্রতিমন্ত্রী খালিদ সংবর্ধিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জানুয়ারি ২৪, ২০১৯
দিনাজপুরে নৌ-প্রতিমন্ত্রী খালিদ সংবর্ধিত

দিনাজপুর: দিনাজপুরে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বুধবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ৩ বারের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে দিনাজপুরের সর্বস্তরের মানুষ সংবর্ধনা দেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা ন্যাপের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী আবু জাফর মুহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, কামরুল হুদা হেলাল, আলতাফুজ্জামান, মো. আলাউদ্দীন, শাহ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ