বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দিনাজপুর জেলার মানুষ যে সম্মান দেখিয়েছেন তার ঋণ আমার জীবনে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শোধ করার চেষ্টা করবো।
তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তার পরিবারকে স্বাধীনতাবিরোধী চক্ররা হত্যার পর এ দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়া নিষিদ্ধ করেছিল তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়া। সেই সময়েও দিনাজপুরে মানুষ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে ১৯৯৬ সালে গণজোয়ারে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনের পর এবার ৪ বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা।
এসময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সব নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাওয়ার আহ্বান জানান।
গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি