বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করেই প্রার্থী পরিবর্তন করা হয়।
গত ৯ ফেব্রুয়ারি (শনিবার) কেন্দ্র থেকে সুনামগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করা খায়রুল হুদা চপলকে।
চপলের সঙ্গে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টুও মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বাংলানিউজকে বলেন, আমরা মোবারক হোসেনের নাম কেন্দ্রের কাছে জমা দেওয়া তালিকায় দিয়েছিলাম। প্রথমে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
তিনি বলেন, বুধবার মনোনয়ন পুনঃবিবেচনা ও বিভিন্ন দিক যাচাই-বাছাইকালে দলীয় সভানেত্রী শেখ হাসিনা চপলকে বাদ দিয়ে মোবারক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি লড়বেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জিপি