ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সাঘাটায় জাপার ৫ হাজার নেতাকর্মীর আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, মার্চ ৩, ২০১৯
সাঘাটায় জাপার ৫ হাজার নেতাকর্মীর আ’লীগে যোগদান

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) পাঁচ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে সাঘাটা ইউনিয়ন পরিষদ চত্বরে এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগে যোগদান করেন তারা।

সাঘাটা উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের হাত ধরে নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।

এ সময় মাহমুদ হাসান রিপন সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

জনসভায় আসন্ন সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু উপস্থিত জনসাধারণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ