ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

খালেদা জিয়াকে নতুন কারাগারে আনা হতে পারে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, মার্চ ২৭, ২০১৯
খালেদা জিয়াকে নতুন কারাগারে আনা হতে পারে

আশুলিয়া (ঢাকা): স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেকোনো সময় খালেদা জিয়াকে ঢাকা পুরোনো কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে আনা হতে পারে।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে আশুলিয়ার খেঁজুর বাগান এলাকায় অবস্থিত বৌদ্ধ মন্দিরে এসে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন।

তিনি যে কারাগারে আছেন সে কারাগার জাদুঘরে রূপান্তর করা হবে। তাই যেকোনো সময় তাকে কেরানীগঞ্জের নতুন কারাগারে আনা হতে পারে।

তিনি বলেন, দেশকে নিরাপদ রাখার জন্য দেশ স্বাধীন করছিলাম আমরা সবাই মিলে। একটি অসম্প্রদায়িক দেশ হবে যেখানে সবাই মিলেমিশে থাকবো। আমাদের জনগণ কোনোদিনই জঙ্গি, সন্ত্রাস, হামলা এগুলো কখনো পছন্দ করে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর আগের চেয়ে অনেক সক্ষমতা রয়েছে। শুধু পুলিশ নয় সব বাহিনী দেশপ্রেমী। কাজেই সন্ত্রাস-জঙ্গি কোনো দিন মাথাচাড়া দিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি না।

এ সময় উপস্থিত ছিলেন- দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ