শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের শিববাড়ী মোড়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে পথসভায় বক্তব্য দেন- মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃদ্বয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, বিসিবি পরিচালক শেখ সোহেলসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনন্দ-মিছিল সহকারে শিববাড়ি মোড় থেকে শুরু করে শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সন্ধ্যা ৬টায় খুলনার আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে নবগঠিত যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, নগর যুবলীগের বিদায়ী আহ্বায়ক সরদার আনিসুর রহমান পপলু, বিদায়ী যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো শামীম, নবগঠিত মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সদস্য এস এম হাফিজুর রহমান, কামরুল ইসলাম, আবদুল কাদের শেখ, অ্যাডভোকেট আল-আমিন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিত চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, কে এম শাহিন, রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে নবগঠিত যুবলীগের নেতৃদ্বয় খুলনা প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) দীর্ঘ ১০ বছরের পুরাতন আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে খুলনা মহানগর যুবলীগের ২৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ।
নতুন কমিটিতে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি সফিকুর রহমান পলাশকে আহ্বায়ক, মহানগর ছাত্রলীগের বর্তমান সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে সদস্য করা হয়েছে। তাদের সিংহভাগই মহানগর ছাত্রলীগের সাবেক নেতা।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমআরএম/ওএইচ/