শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তিন কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা বিশিষ্ট রাঙামাটির ‘শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজে’র একাডেমিক ভবন-২ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, একটা জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে হলে শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে তার ভিত্তিটাকে মজবুত করে গড়ে দিতে হবে।
শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম।
স্বাগত বক্তব্য দেন শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল অ্যান্ড কলেজর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এনটি