ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

চমক না দিয়ে সুশাসনের জন্য অভিযান চালিয়ে যেতে হবে: মেনন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
চমক না দিয়ে সুশাসনের জন্য অভিযান চালিয়ে যেতে হবে: মেনন

সাভার (ঢাকা): বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সাময়িক অভিযান চালিয়ে কোনো লাভ হবে না। আসলে সমসাময়িক ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবে ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, গত কয়েক দিন ধরে ক্যাসিনোর কাহিনী ও কোটি কোটি টাকার কাহিনীর উদঘাটন হচ্ছে।

মনে হচ্ছে হঠাৎ ঝড় উঠেছে, সবকিছু শুদ্ধ হচ্ছে। এটি ভালো, কিন্তু কয়দিনের শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ হয় না। তাই চমক সৃষ্টি না করে সুশাসনের ভিত্তিতে লাগাতার এ অভিযান চালিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায় এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সুজনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ