শনিবার (৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা যেভাবে জঙ্গি দমন করেছেন, দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, ঠিক একইভাবে দুর্নীতিবিরোধী এ আন্দোলনও সফল হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তিনি (খালেদা জিয়া) দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আদালতের রায়ে কারাভোগ করেছেন। তার মুক্তির ব্যাপারে দল বা সরকার কোনো বাধা দেবে না।
এর আগে, সিরাজগঞ্জের প্রবেশমুখ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়ীতে জাতীয় চার নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন মোহাম্মদ নাসিম।
শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের উন্নয়নকাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মনসুর নর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সাহেল, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস