মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মরদেহ রেখে যায়, মরদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তার সঙ্গে কারও বিরোধের কথা জানা নেই। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসএইচডি/ওএইচ/