ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সব দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদা জিয়ার পাশের জেলখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, নভেম্বর ৯, ২০১৯
সব দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদা জিয়ার পাশের জেলখানা

মাগুরা: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে সফল হয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে সরকার। সব দুর্নীতিবাজদের ঠিকানা হবে খালেদা জিয়ার পাশের জেলখানা। 

শনিবার (০৯ নভেম্বর) মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য সাবেক তিনি এ কথা বলেন।

সম্মেলনে প্রস্তুতি কমিটির সভাপতি সৈয়দ ওহিদুল হক ফনির সভাপতিত্বে জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন- রবিউল আলম, আফরোজা হক রিনা, জাহিদ আলম, আব্দুর রহমান চুন্নু, শফিউদ্দিন মোল্লা আব্দুল আলিম স্বপন, সমীর চক্রবর্তী।

সম্মেলনে মাগুরার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, নড়াইল, ফরিদপুর, রাজবাড়ীসহ আসপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ