ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

সিরাজদিখানে দুর্ঘটনায় আহত যুবলীগ সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, নভেম্বর ২৫, ২০১৯
সিরাজদিখানে দুর্ঘটনায় আহত যুবলীগ সভাপতির মৃত্যু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন কেয়াইন যুবলীগ সভাপতি কবির হোসেনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি মারা যান।  

এর আগে, শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার নিমতলা এলাকায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা মিলন শেখ (২২) নিহত ও অপর আরোহী কবির হোসনকে গুরুতর আহত হন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেনের মৃত্যু হয়েছে।  

সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার (২২ নভেম্বর) সকালে মোটরসাইকেলে করে স্থানীয় বাজারে যাচ্ছিলেন কবির ও তার ভাতিজা মিলন শেখ। তারা ঢাকা-মাওয়া মহাসড়কের নীমতলা এলাকায় পৌঁছালে বসুমতি পরিবহনের নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজা মিলন শেখ মারা যান।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ