ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, ডিসেম্বর ৮, ২০১৯
ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মো.সিরাজ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছাগলনাইয়ায় ঘোপালের বালু মহাল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার ও ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো।

বিরোধের জের ধরে রোববার দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সিরাজ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয়রা আরও জানান, নিহত সিরাজ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার গ্রুপের সদস্য। এ ঘটনায় আহত আরও তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, সংঘর্ষে খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও জানা যায়নি কিভাবে হত্যাকাণ্ড হয়েছে। ঘটনার তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ