ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আমতলী আ’লীগ সভাপতির মৃত্যু, বাড়ি লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
আমতলী আ’লীগ সভাপতির মৃত্যু, বাড়ি লকডাউন

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার হোসেন নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

 

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন খান শাহিন বাংলানিউজকে জানান, জিএম দেলোয়ার হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বাংলানিউজকে জানান, মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত জিএম দেলোয়ার হোসেনের বাড়ি লকডাউন থাকবে।  

এদিকে, তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ