ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
ওজনে চাল কম দেওয়ায় আ’লীগ নেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১০ টাকা কেজির চাল বিতরণের সময় ওজনে কম দেওয়ায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান এ আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খবির উদ্দিন বাংলানিউজকে জানান, উল্লেখিত কর্মসূচির আওতায় কাগাপাশা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার নজরুল ইসলাম। তার মোট গ্রাহক ৫০৩ জন। চলতি লটে রোববার ১৭৬ জন ও সোমবার ১৩৪ জনের মধ্যে চাল বিতরণ করেন। বাকি ছিলেন আরও ১৯৩ জন।

প্রতিদিনই তিনি ৩০ কেজির জায়গায় ২২, ২৬ ও ২৭ কেজি জনপ্রতি বিতরণ করছিলেন। এ অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত তাকে শাস্তি দেন। নজরুল ইসলামের ডিলারশিপ বাতিলের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে নতুন ডিলার নিয়োগের পর উপকারভোগীদের মধ্যে অবশিষ্ট চাল বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ