ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যুবলীগের ত্রাণ বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, মে ১, ২০২০
পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে যুবলীগের ত্রাণ বিতরণ

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে ত্রাণ ও স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১১টায় মিরপুরের পল্লবীতে ৪৬ মল্লিকা হাউজিং এলাকায় ওই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয় বলে যুব লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরেরর সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করেন। যুব লীগের সাধারণ সম্পাদক  মো. মাইনুল হোসেন খান নিখিল এ সময় উপস্তিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মে ০১, ২০২০
এসকে/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ