ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ময়মনসিংহে গ্রেফতার যুবলীগ নেতা শাওনকে বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৯, ২০২০
ময়মনসিংহে গ্রেফতার যুবলীগ নেতা শাওনকে বহিষ্কার

ময়মনসিংহ: বিপুল পরিমাণ অস্ত্র ও ক্যাডারসহ র‌্যাবের অভিযানে গ্রেফতার ময়মনসিংহ মহানগর যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত শাওনকে বহিষ্কার করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ।

শনিবার (০৯ মে) মহানগর যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব রকমের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক।

এর আগে, শনিবার (০৯ মে) ভোরে নগরীর চামড়াগুদাম পুরোহিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন আরাফাত শাওনসহ সাত যুবককে গ্রেফতার করে ময়মনসিংহ র‌্যাব-১৪। এ সময় তার বাসায় তল্লাশি করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, মে ০৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ