ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

সৈকতে বাহরাইন প্রবাসীদের ঈদ আনন্দ

মোসাদ্দেক হোসেন সাইফুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৪
সৈকতে বাহরাইন প্রবাসীদের ঈদ আনন্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানামা, বাহরাইন: যান্ত্রিক জীবনের কোলাহল, কঠিন কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠা বাংলাদেশি প্রবাসীরা ছুটিতে জাল্লাক সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মেতে উঠে। নয়নাভিরাম প্রকৃতির সান্নিধ্যে আনন্দে নেচে ওঠে প্রবাসীদের মন।



ঈদের পড়ন্ত বিকেলে হাজার হাজার প্রবাসীর কোলাহলে মুখরিত হয়ে উঠে এই পর্যটন কেন্দ্র।

প্রবাসী ইলিয়াস কবির বাংলানিউজকে বলেন, দেশে ঈদ মানে আনন্দ, দিনভর ঘুরে বেড়ানো আর মায়ের হাতের সুস্বাদু খাবার। কিন্তু প্রবাসীদের কাছে ঈদ মানে প্রিয়জনদের কাছে না পাওয়ার বেদনা। এই কষ্ট ভুলে থাকতেই এখানে এসে সবার সঙ্গে আনন্দ করছি।

বাংলাদেশি তরুণদের সংগঠন ‘প্রবাসে আমরা’ কনসার্টের আয়োজন করে। এছাড়াও সৈকতে প্রবাসীরা পরিবারের সঙ্গে ছবি তুলে কোলাহলমুখর দিন কাটিয়েছেন।

সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা সৈকতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।

রিফা থেকে সপরিবারে সৈকতে বেড়াতে আসা ফেনীর ব্যবসায়ী কামরুল হাসান বলেন, বিদেশে পরিবার নিয়ে থাকলেও ঈদের দিন মা-বাবা, বন্ধু-বান্ধবদের খুবই মিস করি। তবুও ছেলে-মেয়েদের নিয়ে এখানে আনন্দ করতে এসেছি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ