ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

ক্ষতিপূরণ পেলেন বাহরাইনের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
ক্ষতিপূরণ পেলেন বাহরাইনের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা

বাহরাইন থেকে: বাহরাইনে ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যান্ড মেইনটেইনেন্স কোম্পানি (আইএসএমসিও) এর প্রতারণার শিকার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পেয়েছেন।

স্থানীয় সময় গত রোববার (০২ নভেম্বর)  ব্যাংক চেকের মাধ্যমে শ্রমিকদের এ বেতন পরিশোধ করা হয়।



বাংলাদেশ দূতাবাসের (শ্রম) কাউন্সিলর মহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনসহ সুবিচার  দাবিতে আমরা লেবার মার্কেট রেগুলেটরি অথরিটিতে (এলএমআরএ)  অভিযোগ ও লেবার কোর্টে মামলা করি। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কোম্পানি আমাদের শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়েছে।

এখন শ্রমিকেরা চাইলে ওই কোম্পানি কাজ করতে পারবে অথবা তাদের পছন্দমতো অন্য যে কোনো কোম্পানিতে ভিসা পরিবর্তনের সুযোগ পাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ