ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বাহরাইন

বাহরাইনে শ্রমিক দলের যাত্রা শুরু

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মে ৩০, ২০১৫
বাহরাইনে শ্রমিক দলের যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: বাহরাইনে জাতীয়তাবাদী শ্রমিক দল যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টায় রাজধানী মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে অভিষেক অনুষ্ঠান হয়।



দুই পর্বের ধারাবাহিক অভিষেক ও পরিচিতি সভায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর তরফদার এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রমিকদলের নব নির্বাচিত সভাপতি হাজী শামসুজ্জামান রাজু।
 
স্বেচ্ছাসেবক দল সভাপতি মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও বাহরাইন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপদেষ্টা আবুল বাশার, সাধারণ সম্পাদক প্রকৌশলী এনামুল হক সরকার এনাম, সহ-সভাপতি হাজী মোঃ সাইদুল হক, প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল আজিজ, হারুনুর রশিদ মাস্টার, অর্থ সম্পাদক প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, তরুণ দল সভাপতি মোঃ আকতারুজ্জামান ও সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়া, বিএনপি হামাদ টাউন শাখা সিনিয়র সহ সভাপতি ফয়েজ মোল্লা, সাধারণ সম্পাদক ছালাম সরকার, রিফা (ইষ্ট) বিএনপি সভাপতি মোঃ শাহ আলম, হামাদ টাউন ঐক্যমঞ্চ বিএনপির সহ-সভাপতি মোঃ সুলতান ও মোঃ সোলাইমান, ঈসা টাউন বিএনপির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ সভাপতি শহীদুল ইসলাম সরকার, মানামা মহানগর বিএনপি সভাপতি মোঃ হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার খোকন প্রমুখ।
 
অনুষ্ঠানে হাজী শামসুজ্জামান রাজুকে সভাপতি, শাহেদ শারেফিনকে সাধারণ সম্পাদক ও মোঃ জালাল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটি ঘোষণা করা হয় ।

এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও আঞ্চলিক শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ