ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে ‘বাংলাদেশ সরকারের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
বাহরাইনে ‘বাংলাদেশ সরকারের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিশাল ভূমিকা রাখছে। তাই সরকার প্রবাসীদের প্রতি বিশেষ নজর রাখছে।

প্রত্যেক বছর প্রবাসীদের রেমিট্যান্সের ভিত্তিতে সরকার তাদের কমার্শিয়াল ইমপরট্যান্ট পারসন (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাহরাইনের রাজধানী মানামার ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে থাকার কথা থাকলে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে তিনি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

প্রধান বক্তব্যে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন বলেন, শেখ হাসিনা সরকারের ক্রমবর্ধমান উন্নয়নের কারণে বাংলাদেশ ইতিমধ্যে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যহত থাকলে বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশে উন্নতি লাভ করবে।

বাহরাইন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল কাদের, বাংলাদেশ সোসাইটি অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন ও যুবলীগ সহ সভাপতি নুরুল হুদার পরিচালনায় এবং বাহরাইন আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের  সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইনের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আলম শাহীন, সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, বাহরাইন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবুল কালাম আজাদ, যুবলীগ প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম এ করিম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ কে এম গোলাম নুর মিলন, ইউনিভার্সিটি অব বাহরাইনের অর্থনীতি ও ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ ও গবেষক ড. মোহাম্মদ ওমর ফারুক, আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন তালুদকার, ন্যাশনাল ফিশ ও প্যাসিফিক গ্রুপ’র এমডি বিশিষ্ট ব্যবসায়ী মো. সফিউদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ শান্তনু, বাংলাদেশ ক্লাব সাবেক সভাপতি মহিউদ্দীন মহি, জালালাবাদ কমিউনিটি সভাপতি কয়েছ আহমেদ, বাংলাদেশ প্রবাসী ফোরাম সভাপতি আনিসুজ্জমান মজুমদার, আল মালকী ট্রাভেলসের কর্ণধার সাবের হোসেন, লিন্নাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়নাল আবেদীন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবুল বাশার, আওয়ামী লীগ সহসভাপতি মুকবুল হোসেন ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সুজন, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমরান হোসেন সরকার, সহ সভাপতি জিয়া উদ্দীন ভূইয়াঁ, এইচ এম রহমত উল্লাহ, রাসেল উদ্দীন, বাবু সুব্রত নাথ, শরিফ শেরেবাংলা, সাংগঠনিক সম্পাদক ঈমাম উদ্দিন নয়ন, কাজী নুরুল ইসলাম জুয়েল, এআর শাহীন, সাজ্জাদ মাহমুদ রুবেল, আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান বাবর, জসিম উদ্দীন, এনামুল হক সুমন, বাবু লিটন দাস, মোহাম্মাদ তুষার, রুহুল আমিন, বকুল সূত্রধর, রহিম সিকদার, শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বাংলাদেশ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ