ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইন বিএনপি আহ্বায়ক কমিটির আলোচনা ও দোয়া মাহফিল

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বাহরাইন বিএনপি আহ্বায়ক কমিটির আলোচনা ও দোয়া মাহফিল

বাহরাইন: বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক কমিটি।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় ওরিয়েন্টাল প্যালেস হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


 
সভায় সভাপতিত্ব করেন বাহরাইন বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আইনুল হক।

আব্দুর রশিদ শেখ ও শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির যুগ্ন আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দীন, মন্টরিয়াল মটরস কোম্পানির চিফ অপারেশন অফিসার কাউসার আলম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল কামাল, যুগ্ন আহ্বায়ক হামেদ কাজী হাসান, জিয়াউর রহমান, নবী মিয়া, মোশারফ হোসেন, শাহাজাহান, মো. লিটন, সদস্য সচিব সোহেল আহমেদ বাপ্পী, শ্রমিকদল সভাপতি সামসুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক সাঈদ শারফিন, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল সভাপতি শেখ আমজাদ হোসেন বাচ্চু, বন্ধুদল সভাপতি মো. আলাউদ্দীন, সাইবার দল সভাপতি জাহেদুল করিম জগলু, মানামা মহানগর বিএনপি সভাপতি মুকবুল হোসেন মুকুল, সহ সভাপতি মো. নুরুল হক, জিদহাফস বিএনপি সভাপতি আবুল কাশেম, বুদাইয়া বিএনপি সভাপতি রিয়াজুল হক টিপু, রিফা বিএনপি সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী রিপন, মেঘনা প্রবাসী ঋণদান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর হাওলাদার, মঈনুল হোসেন সুমন, রকিব উদ্দীন, মিজানুর রহমান, আনোয়ার ফারুক, মজিবুর রহমান, মো. শরিফ, জসিম উদ্দীন, আবদুল্লা জসিম, খায়রুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মদল সহ সভাপতি শেখ হাসেম, সাইবার দল সাধারণ সম্পাদক ইমরান নাহিদ, শহীদ জিয়া চিকিৎসা পরিষদ সভাপতি ড. আশকার শাইন।
 
আলোচনা সভায় নেতারা জিয়ার বর্ণাঢ্য ও সফল রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জিয়ার ভূমিকা, ১৯ দফা ইত্যাদি বিষয়গুলোর বিষদ আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ