ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা উদ্দেশ্যপ্রণোদিত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মার্চ ৩১, ২০১৬
খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা উদ্দেশ্যপ্রণোদিত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যে নেত্রী দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নতি স্বীকার করেননি- তার বিরুদ্ধে এমন পরোয়ানা হাস্যকর।

তিনি এ মামলাকে মিথ্যা দাবি করে বলেন, এ সরকার গণবিচ্ছন্ন। আমরা এ গ্রেফতারি পরোয়ানার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ পলাতক ২৮ জন আসামির বিরুদ্ধে বুধবার (৩০ মার্চ) গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বুধবার মামলাটির (যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৫৯) চার্জশিট আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমএম/এসআর

** খালেদাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।