ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

বিএনপি

পিরোজপুরে বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, এপ্রিল ১৪, ২০১৬
পিরোজপুরে বিএনপি নেতার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: পিরোজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও কাউখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আকবর আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শোকবাণী জানান।

এতে বলা হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি গভীর আস্থাশীল আকবর আলী খান তার শ্রম ও মেধা দিয়ে পিরোজপুর জেলা ও কাউখালী উপজেলা বিএনপিকে শক্ত ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। ওই এলাকায় বিএনপিকে সুসংগঠিত করতে তার অবদানের কথা এলাকার নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না। এছাড়া ৭১’এ মুক্তিযোদ্ধা হিসেবে তার সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিএনপি মহাসচিব আকবর আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বিজ্ঞপ্তিতে।

বুধবার দিনগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।