ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

শফিক রেহমানের মুক্তি দাবি ফখরুলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০০, এপ্রিল ১৬, ২০১৬
শফিক রেহমানের মুক্তি দাবি ফখরুলের ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া এলাকা পরিদর্শন শেষে শফিক রেহমানকে মুক্তি দিতে আহ্বান জানান তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, এতে প্রমাণ হয় দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, নেই লেখার স্বাধীনতা।  

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, মুক্তিযোদ্ধা নুর করিমসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শহরের সেনুয়াপাড়া পুরাতন কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

পল্টন থানায় ২০১৫ সালে দায়ের হওয়া একটি মামলায় শনিবার সকাল ৮টায় নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেফতার করে নিয়ে যায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।