ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘আগুন জ্বলে উঠলে হাসিনা টেরও পাবেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
‘আগুন জ্বলে উঠলে হাসিনা টেরও পাবেন না’ ছবি: মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে কখন কোন দিক দিয়ে আগুন জ্বলে উঠবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেরও পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রেসিডিয়াম সদস্য শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা আপনি বলেছিলেন ইলিয়াস আলীকে ফেরত দেবেন। আমি আপনার কথা বিশ্বাস করতে চাই। ইলিয়াসকে ফেরত দিন। বিএনপির গ্রেফতার সব নেতা-কর্মীকে মুক্তি দিন। বর্তমানে দেশের রাজনীতি স্থিতিশীল। এই সময়ে সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন। নয়তো কখন আন্দোলন শুরু হবে, কোন দিক দিয়ে আগুন জ্বলে উঠবে তা টেরও পাবেন না।

অন্যদিকে শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, শফিক রেহমানতো রাজনীতি করেন না। তিনি সাংবাদিক। বিশ্ব দরবারে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। তাকে গ্রেফতার করে আওয়ামী লীগ বিশ্ব দরবারে নিন্দিত হয়েছে।

মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিশিতা রহমান, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ইউএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।