ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

ইউপি নির্বাচন

সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, এপ্রিল ২৩, ২০১৬
সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ রফিকুল ইসলাম।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে বিভিন্ন অনিয়ম ও জাল ভোট প্রদানের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

কাজলা ইউনিয়নে গত ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইনি জটিলতা থাকায় সে সময় নির্বাচন স্থগিত করা হয়। শনিবার সকাল ৮টা থেকে এ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
জিসিপি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।