ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, মে ১৪, ২০১৬
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): রাজধানীর দারুস সালাম থানার নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (১৪ মে) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবিলম্বে সরকারের প্রতি খালেদা জিয়াসহ সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও চার্জশিট বাতিলের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।