ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ইউপি নির্বাচন

ফেনীতে বিএনপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মে ২০, ২০১৬
ফেনীতে বিএনপি প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

ফেনী: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী  মো. কামাল উদ্দিনের বাড়িতে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ এসে অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে বিএনপির প্রার্থী কামালের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চেয়ারম্যান প্রার্থী মো. কামাল উদ্দিনের অভিযোগ, তার প্রতিপক্ষের প্রার্থী আনোয়ার হোসেন মানিক এ ঘটনা ঘটাতে পারে।

এদিকে, এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী কামালের ভাই ফরিদ আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০/২৫ জনকে আসামি করে ফেনী মডেল থানা একটি মামলা করেছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।