ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সিরিজ হত্যার দায় সরকার অন্যের ঘাড়ে চাপাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১২, ২০১৬
‘সিরিজ হত্যার দায় সরকার অন্যের ঘাড়ে চাপাচ্ছে’

নাটোর: সারাদেশে সিরিজ হত্যাকাণ্ডের দায় সরকার অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

রোববার (১২ জুন) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় দুর্বৃত্তদের হাতে নিহত খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে এ অভিযোগ করেন বিএনপির প্রতিনিধিদলের নেতারা।

তারা বলেন, দেশে বিচার ব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাই বিএনপি ঐক্যমতের ভিত্তিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

এ সময় বিএনপি নেতারা সুনীল গোমেজের স্ত্রী জসান্তিকা গোমেজ ও মেয়ে স্বপ্না গোমেজসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা নিতাইচন্দ্র রায়, সাবেক সচিব তপন কুমার, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, মিহিরকান্তি বিশ্বাস, ধর্ম বিষয়ক যুগ্ম সম্পাদক জন গোমেজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল কাদের, সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।