ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির প্রতিক্রিয়া মঙ্গলবার রাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
বিএনপির প্রতিক্রিয়া মঙ্গলবার রাতে

ঢাকা: নবগঠিত নির্বাচন কমিশন (ইসি) নিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর এ প্রতিক্রিয়া জানাবে তারা। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে এ কথা জানান।

সোমবার রাতে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছাড়াও বাকি চার কমিশনার হিসেবে রয়েছেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি. জে. (অব.) শাহাদৎ হোসেন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।