ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

চালকদের সাজার নিন্দা চালক সংগ্রাম দলের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
চালকদের সাজার নিন্দা চালক সংগ্রাম দলের

ঢাকা: চালকদের সাজা দেওয়ায় প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক সংগ্রাম দল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এইচ মনির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ব্জ্ঞিপ্তিতে বলা হয়, দেশে চালকদের ওপর বেআইনি ও অমানবিক অত্যাচার করা হচ্ছে, সংগ্রাম কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এই সরকার দেশে গাড়ি চালকদের যেভাবে অবমূল্যায়ন করে যাচ্ছে, এভাবে অবমূল্যায়ন করতে থাকলে আগামীতে দেশের পরিবহন কর্ম শূন্যের কোঠায় নেমে আসবে।

এ অবৈধ সরকার দেশের মানুষের উন্নয়ন চায় না। তাদের পালিত পুলিশ ও সন্ত্রাস বাহিনী যেভাবে চাঁদাবাজি ও লুঠপাট চালাচ্ছে এতে করে দেশের চালকগোষ্ঠী দিশেহারা। যেসব গাড়ি চালকদের গ্রেফতার ও সাজা দেওয়া হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয় ওই বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।