ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঐক্যের আহ্বান না’গঞ্জ বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
ঐক্যের আহ্বান না’গঞ্জ বিএনপির

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম সভায় দলকে সব রকম বিভেদের বাইরে রেখে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। উঠে এসেছে আগামী দিনগুলোতে এক হয়ে কাজের বার্তাও।

শনিবার (০৪ মার্চ) দুপুরে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মাক্স সোয়েটার্স মিলনায়তনে প্রথম এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কাজী মনিরুজ্জামান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি ওয়াদা করছি তিনবছরের বেশি একদিনও থাকবো না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, এখন সভাপতি হয়েছি। আমার আর পাওয়ার বা হারানোর কিছু নেই। আগামী তিনবছরে বিএনপিকে অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী করতে চাই।

এছাড়া ওয়ার্ড, থানা ও ইউনিয়নের সব পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক সঙ্গে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সহ-সভাপতি শাহ আলম, খন্দকার আবু জাফর, জান্নাতুল ফেরদৌস, আবুল কালাম আজাদ বিশ্বাস, আজহারুল ইসলাম মান্নান, আবদুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, ব্যারিস্টার পারভেজ আহমেদ, লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক লৎফর রহমান খোকা, এম এ আকবর, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, সহ-সাংঠনিক সম্পাদক উজ্জল হোসেন, রুহুল আমিন ও সদস্য আতাউর রহমান আঙ্গুর প্রমুখ।

তবে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে এমন বৈঠক হওয়ায় জেলা বিএনপির অনেক নেতাই যোগ দেননি এই সভায়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।